এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি
আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্র উচ্চবিদ্যালয়
ক্লাস টেস্ট পরীক্ষা ২০২০ চতুর্থ শ্রেনী বিষয়ঃঃঃবাংলা
সময়ঃ১০-১২টা পূর্ণমানঃ২০ ১.কবিতার লাইনগুলো পড়ে প্রশ্নগুলোর উত্তর লিখঃ ভুঁইচাঁপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মাড়াস নে মা পুকুর থেকে আনবি যখন জল; ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, দিসনে তারে উড়িয়ে মা গো,ছিঁড়তে গিয়েফল; দিদি এসে শুনবে যখন,বলবে কী মা বল! ক)উপরের কবিতার চরণগুলো কোন কবিতার? (১) খ)কবিতাটির রচয়িতা কে? তিনি কত সালে মৃত্যু বরন করেন?(২) গ) পুতুলের বিয়ের সময় দিদির কথা মনে পড়ে কেন?(৩) ঘ)কবিতার মূলভাব লেখ?(৪) ২.বিপরীত শব্দ লেখঃ(৫টি) (৫) ঘুম,উত্তম,বেকসুর,শীতল,সহায় ৩.সমার্থক শব্দ লিখঃ(৫টি) (৫) আনন্দ, নীর, অবজ্ঞা, শশাঙ্ক, অভ্যর্থনা
ম্যাম আপনার ব্লগে ছবি পাঠানো যাচ্ছে না।আপনার জি-মেইল আইডি বা মেসেঞ্জার আইডি পাঠিয়ে দিন।
উত্তরমুছুন